শত বছরের ঐতিহ্য আর অর্জন নয়নাভিরাম চা-বাগান এবং সবুজ পাহাড় বেষ্টিত হয়ে গড়ে উঠা রাজনগর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো মুন্সীবাজার ইউনিয়ন।কাল পরিক্রমায় আজ মুন্সীবাজার ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্নক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম– ৩নং মুন্সীবাজার ইউনিয়ন। খ) আয়তন– ১৩.৭০(বর্গকিঃমিঃ)। গ) লোকসংখ্যা– ৪১৫০০জন(প্রায়) (২০১১সালের আদম শুমারি অনুযায়ী)। ঘ) গ্রামেরসংখ্যা– ৩১টি। ঙ) মৌজারসংখ্যা–১৪টি। চ) হাট/বাজারসংখ্যা-২টি। ছ) উপজেলাসদরথেকেযোগাযোগমাধ্যম– সিএনজি/রিক্সা,বাস,অটোরিক্সা। জ) শিক্ষারহার– ৫৫% ।
(২০০১এর শিক্ষা জরীপ অনুযায়ী) সরকারী প্রাথমিকবিদ্যালয়- ৯টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,
উচ্চবিদ্যালয়ঃ০৩টি, মাদ্রাসা- ২টি। ঝ) দায়িত্বরত চেয়ারম্যান–রাহেল হোসেন ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয়স্থান- ২টি। ট) ঐতিহাসিক/পর্যটনস্থান– না। ঠ) ইউ.পি ভবন স্থাপনকাল– ১৩/০৩/২০০৪ইং। ড) নব গঠিত পরিষদের বিবরণ–
১) শপথ গ্রহণের তারিখ– ০৬/০১/২০২২ইং
২) প্রথম সভার তারিখ– ১১/০১/২০২২ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ– ০৫/০১/২০২৭ইং
ঢ) গ্রাম সমূহের নাম– মেদিনীমহল, জগন্নাতপুর, বাগেরবাড়ী, সোনাটিকি, পথেরগাঁও, সুপ্রাকান্দী, মনতলা,
বড়পাথর, মিয়ারকান্দী, গজনাই কান্দী, জামুরা, নিদনপুর, বাঙ্গালী, বালিগাঁও, আলিচরগাঁও, ফরিদপুর,
ব্রাহ্মনগাঁও, দক্ষিনখলাগাঁও(নয়াটিলা), মধ্যখলাগাঁও ,উত্তরখলাগাঁও, মিয়ারপাড়া,করিমপুর, নাইওরপুর,
গয়াসপুর, কাজিরহাট, টিকরপাড়া, করিমপুরচা-বাগান, আইতলাইন্দেশ্বরচা-বাগান, ইটা চা-বাগান,উদনাচা-
বাগান, হাজীনগরচা-বাগাণ
দ) ইউনিয়ন পরিষদ জনবল–১) নির্বাচিত পরিষদ সদস্য– ১৩জন। ২) ইউনিয়ন পরিষদ সচিব–১জন।
৩। হিসাব সহকারি- ০১জন।
৪) দফাদার- ০১জন।
৫। ইউনিয়ন গ্রাম পুলিশ– ৯জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস