সবুজে হদুদে সোহাগ ঢুলায়ে আমার ধানের ক্ষেত। ছড়ায় ছড়ায় জড়াজড়ি করি বাতাসে ঢলিয়া পড়ে,. ঝাঁকে আর ঝাঁকে টিয়ে পাখিগুলে শুয়েছে মাঠের পরে। কৃষাণ কনের বিয়ে হবে, তার হলদি কোটার শাড়ী,. হলুদে ছোপায় হেমন্ত রোজ কটি রোদ রেখা নাড়ি। কলমী লতার গহনা তাহার গড়ার প্রতীক্ষায়,. ভিনদেশী বর আসা যাওয়া করে প্রভাত সাঁঝের নায়। পথের কেনারে মোর ধান ক্ষেত, সবুজ পাতার পরে,. সোনার ছড়ায় হেমন্তরাণী সোনা হাসিখানি ধরে। শরৎ সে কবে চরে গেছে তার সোনালী মেঘের ছটা,. আজো উড়িতেছে মোর এই খেতে ধরিয়া ধানের জটা। মাঝে মাঝে এর পকিয়াছে ধান, কোনখানে পাকে নাই,. সকুজ শাড়ীর অঞ্চলে যেন ছোপ লাগিয়াছে তাই
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস